বর্তমান পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় ২৪% মুসলাম এবং ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম (খ্রিস্টান ধর্মের পরে)। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটি...
বর্তমান পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় ২৪% মুসলাম এবং ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম (খ্রিস্টান ধর্মের পরে)। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটি সত্য যে, আজ মুসলমানরা নিজেদের মধ্যে বিভক্ত। তাদের এই বিভক্তির পশ্চাতে কতিপয় কারণ নিহিত রয়েছে।
নিম্নে মুসলমানদের বিভক্তির কারণ সম্পর্কে আলোচনা করা হলো।
Why are Muslims divided?
মুসলমানেরা বিভক্ত কেন?
ইসলাম ধর্ম তথা ইসলামী আইনের প্রবর্তক হযরত মুহাম্মদ (সাঃ) ৫৭১ খ্রীষ্টাব্দে ২২ শে এপ্রিল জন্ম গ্রহণ করেন এবং ৬৩২ খ্রীষ্টাব্দে ৮ই জুন তথা ১১ হিজরী ১২ই রবিউল আওয়াল ইহলোক ত্যাগ করেন। এরপর হযরত আবু বকর ছিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান ও হযরত আলী খলিফা নির্বাচিত হন এবং এরপরেই খোলাফায়ে রাশেদীনের যুগ শেষ হয়।
হযরতের ইন্তেকালের পর খলিফা নির্বাচনকে কেন্দ্র করে প্রথম বিভক্তির সূত্রপাত। হযরত আলীর সমর্থকগণ এই নির্বাচন নীতি মেনে নিতে পারেন নি। তাদের মতে, ইমামতি বা খিলাফাত হলো ধর্মীয় ব্যাপার এবং এ সম্পর্কে যার গূঢ়জ্ঞান রয়েছে, একমাত্র তিনিই এই ইমাম বা খলিফা নিযুক্ত হতে পারেন। এই অর্থে হযরত আলী এবং পরবর্তীতে তার বংশধরগণ ইমামতির অধিকারী। এই দলকে শীয়ানে আলী অর্থাৎ আলীর দল বলা হতো। পরে সংক্ষিপ্তভাবে এদেরকে শীয়া বলা হয়।
অন্যরা যারা নির্বাচনের পক্ষপাতি তাদেরকে সুন্নী বলা হয়। বর্তমানে পৃথিবীতে প্রায় ১৯০ কোটি মুসলমানদের মধ্যে প্রায় ২০ কোটি শীয়া ও বাকীরা সুন্নী। ইমামতিকে কেন্দ্র করে শীয়াগণ আবার ইসমাইলী, ইশনা আশারী, জায়েদী, আকবরী, উসূলী ইত্যাদি দলে বিভক্ত হয়ে পড়ে।
রাসূলুল্লাহ (সাঃ) এর পরিবারভূক্ত কোন ব্যক্তি কর্তৃক বর্ণিত না হলে সেই হাদিছ শীয়াগণ গ্রহণ করেন না। কিন্তু যুক্তি, মত-বুদ্ধির আলোচনা, কিয়াস, ইজমা ইত্যাদির মাধ্যমে কুরআনের ব্যাখ্যা করতে শুরু করেন সুন্নীগণ। দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যার পার্থক্যের কারণে সুন্নীদের মধ্যে বিভিন্ন মাযহাবের সৃষ্টি হয়। এগুলি হচ্ছেঃ
- হানাফী;
- মালেকী;
- শাফেয়ী; এবং
- হাম্বলী মাযহাব।
এছাড়া সুন্নীদের মধ্যে আরেক দলের সৃষ্টি হয় যারা শুধু কুরআন, হাদিছ ও ইজমাকে গ্রহণ করেন। এরা শুধু বোখারী ও মুসলিম হাদিছ ছাড়া অন্যগুলি প্রামাণ্য হিসেবে গ্রহণ করেন না। এদেরকে আহলে হাদিছ বলা হয়।
এভাবে খিলাফাত, ইমামতি ও কুরআন ও হাদিছের ব্যাখ্যা বিশ্লেষণকে কেন্দ্র করে বিশ্ব মুসলিম আজ এতো দলে ও উপ-দলে বিভক্ত।
COMMENTS