গণতান্ত্রিক সমাজগুলিতে বাক-স্বাধীনতার অধিকারকে দীর্ঘকাল ধরে বিবেচনা করা হয়। একইভাবে, গণতান্ত্রিক সমাজগুলি এর উপর কিছুটা আইনী বিধিনিষেধও আরোপ...
গণতান্ত্রিক সমাজগুলিতে বাক-স্বাধীনতার অধিকারকে দীর্ঘকাল ধরে বিবেচনা করা হয়। একইভাবে, গণতান্ত্রিক সমাজগুলি এর উপর কিছুটা আইনী বিধিনিষেধও আরোপ করে, যাতে বাক-স্বাধীনতার অধিকারের ভারসাম্য ঠিক থাকে। মানহানি (Defamation) এই বিধিনিষেধগুলির মধ্যে একটি। মানহানির মূলতঃ দু’টি রূপ; একটি লাইবেল ও অন্যটি স্ল্যান্ডার।
নিম্নে লাইবেল এবং স্ল্যান্ডারের মধ্যে কি কি পার্থক্য আছে তা তুলে ধরা হলো।
What is the difference between libel and slander?
লাইবেল ও স্ল্যান্ডারের মধ্যে পার্থক্য কি?
স্ল্যান্ডার ও লাইবেল দুটিই আদালতে মানহানি অপরাধ। তবে, উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তা নিম্নরুপঃ
(ক) স্ল্যান্ডারের ক্ষেত্রে মানহানিকর উক্তির প্রকাশনা ক্ষণস্থায়ী কিন্তু লাইবেলের ক্ষেত্রে এর প্রকাশনা দীর্ঘস্থায়ী।(খ) স্ল্যান্ডারের ক্ষেত্রে সাধারণতঃ উক্তিটি মৌখিকভাবে প্রকাশ করা হয় যা শুধু কানের সাহায্যে ইন্দ্রিয়গ্রাাহ্য হয়। অপরপক্ষে, লাইবেল লিখিতভাবে প্রকাশ করা হয় কিংবা এমনভাবে প্রকাশিত হয় যেমন, কুশপুত্তলিকা, ছবি বা ব্যঙ্গ চিত্র প্রদর্শন ইত্যাদি যা শুধু চোখের সাহায্যে ইন্দ্রিয়গ্রাহ্য হয়।
অবশ্য রেকর্ড করা উক্তি যদিও কান দ্বারা শোনা যায়, কিন্তু এর স্থায়ীত্বের কারণে তা লাইবেল হিসেবে গণ্য করা হয়। পক্ষান্তরে, ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি প্রদর্শন যদিও চোখ দ্বারা দেখা যায়, তবুও তা ক্ষণস্থায়ী বলে স্ল্যান্ডার হিসেবে পরিচিত।
(গ) স্ল্যান্ডার সর্বদাই টর্ট এবং এর প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ। কিন্তু লাইবেল টর্ট ছাড়াও ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য হতে পারে। কাজেই আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও সমাজে শান্তি বিনষ্টকারী হিসেবে লাইবেল শাস্তিযোগ্য অপরাধ।
(ঘ) ক্ষণিকের উত্তেজনায় স্ল্যান্ডার সংঘটিত হয়ে থাকে। সেজন্য এ ক্ষেত্রে বিদ্বেষ সাধারণতঃ অবর্তমান থাকে। পূর্ব পরিকল্পনা মত লাইবেল সংঘটিত হয়ে থাকে বিধায় সেক্ষেত্রে বিদ্বেষ থাকতে পারে।
(ঙ) কতিপয় ব্যতিক্রম ছাড়া স্ল্যান্ডারের জন্য বাদীর বিশেষ ক্ষতি প্রমাণ করতে হবে। কিন্তু লাইবেল হচ্ছে “এ্যাকশন্যাবল পার সি” অর্থাৎ প্রকৃত ক্ষতির প্রমাণ ছাড়াই তা প্রতিকারযোগ্য।
(চ) স্ল্যান্ডারের ক্ষেত্রে পুনঃ প্রচারকারী মানহানিকর উক্তি সম্পর্কে জ্ঞাত থাকে। কিন্তু লাইবেলের পুনঃ প্রচারকারী মানহানিকর উক্তি সম্পর্কে অজ্ঞ থাকতে পারে।
(ছ) তুলনামূলকভাবে লাইবেল স্ল্যান্ডার অপেক্ষা অধিক গুরুতর অন্যায়।
COMMENTS