সম্প্রতি বাংলাদেশের একজন সংসদ সদস্য (কাজী শহিদ ইসলাম পাপুল) তার পদ হারিয়েছেন। তিনি লক্ষীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হ...
সম্প্রতি বাংলাদেশের একজন সংসদ সদস্য (কাজী শহিদ ইসলাম পাপুল) তার পদ হারিয়েছেন। তিনি লক্ষীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মানব ও অর্থপাচারের দায়ে কুয়েত আদালতে দন্ডিত হওয়ায় তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে।
বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম এমপি (সংসদ সদস্য) যিনি বিদেশে আটক ও ফৌজদারী অপরাধে দন্ডিত হয়ে পদ হারিয়েছেন। বর্তমানে সংবিধান, সংসদীয় কার্য-প্রণালী বিধি (Rules of procedure), ও আইন অনুযায়ী তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে।
কাজেই কি কি কারণে একজন সংসদ সদস্য তার পদ হারাতে পারেন, তা নিম্নে সবিস্তারে আলোচনা করা হলো।
How is a seat of a member of Parliament of Bangladesh vacated?
বাংলাদেশে সংসদ সদস্য পদ কিভাবে শূন্য হয়?
বাংলাদেশ সংবিধানের ৬৭ অনুচ্ছেদে সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া সম্পর্কে বিধান রয়েছে। এগুলি নিম্নরুপঃ(১) তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে ৯০ দিনের মধ্যে তিনি শপথ গ্রহণ বা ঘোষণা করতে ও শপথ পত্রে বা ঘোষণা পত্রে স্বাক্ষর করতে অসমর্থ হন।
তবে, শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হবার পূর্বে স্পীকার (Speaker) যথার্থ বা যুক্তিসঙ্গত কারণে তা বর্ধিত করতে পারবেন।
(২) সংসদের অনুমতি না নিয়ে তিনি একাদিক্রমে ৯০ বৈঠক দিবসে অনুপস্থিত থাকেন;
(৩) সংসদ ভেঙ্গে যায়;
(৪) তিনি সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী অযোগ্য হয়ে পড়েন। অর্থাৎ অপ্রকৃতিস্থ হলে বা (খ) দেউলিয়া ঘোষিত হলে কিংবা (গ) বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন বা আনুগত্য স্বীকার করলে, কিংবা (ঘ) নৈতিক স্খলনের জন্য ২ বছর কারাদন্ড হলে ও মুক্তিলাভের পর ৫ বছর অতিক্রান্ত না হয়ে থাকলে, কিংবা (ঙ) প্রজাতন্ত্রের কোন লাভজনক পদ গ্রহণ করলে যা নিষিদ্ধ করা হয়েছে, অথবা (চ) অন্য কোন আইনে তিনি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে থাকেন।
(৫) তিনি পদ ত্যাগ করলে।
COMMENTS