হিন্দু আইনে মূলতঃ দুটি প্রধান মতবাদ (School of thoughts) রয়েছে অর্থাৎ মিতাক্ষরা এবং দায়ভাগ। মিতাক্ষরা হিন্দু আইনের অন্যতম গুরুত্বপূর্ণ মতবাদ...
হিন্দু আইনে মূলতঃ দুটি প্রধান মতবাদ (School of thoughts) রয়েছে অর্থাৎ মিতাক্ষরা এবং দায়ভাগ। মিতাক্ষরা হিন্দু আইনের অন্যতম গুরুত্বপূর্ণ মতবাদ এবং যজ্ঞবল্ক্য রচিত স্মৃতির একটি চলমান ভাষ্য। এই মতবাদটি বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ এবং আসাম বাদে ভারতের পুরো অঞ্চলে প্রযোজ্য। মিতাক্ষরা মতবাদ অনুযায়ী সপ্রতিবন্ধ ও অপ্রতিবন্ধ দায় সম্পত্তির দুটি শ্রেণীবিন্যাস।
নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
What is obstructed heritage and unobstructed heritage in Hindu Law?
হিন্দু আইনে সপ্রতিবন্ধ ও অপ্রতিবন্ধ সম্পত্তি কি?
হিন্দু আইনের মিতাক্ষরা মতবাদ অনুসারে হিন্দু সম্পত্তির দায় ও স্বার্থকে প্রধানতঃ দুটি ভাগে বিভক্ত করা যায়। যথাঃ- সপ্রতিবন্ধ দায় অর্থাৎ প্রতিবন্ধকতামূলক সম্পত্তি; ও
- অপ্রতিবন্ধ দায় অর্থাৎ প্রতিবন্ধকতাহীন সম্পত্তি।
সপ্রতিবন্ধ দায় (Obstructed heritage)
যে সম্পত্তির মালিকানা জন্মসূত্রে অর্জিত হয় না, তাকে সপ্রতিবন্ধ দায় বা প্রতিন্ধকতামূলক সম্পত্তি বলা হয়। যে সম্পত্তির সর্বশেষ মালিক কোন পুরুষ উত্তরাধিকারী না রেখে মারা যায় সে সম্পত্তির ক্ষেত্রেই সপ্রতিবন্ধ দায় সম্পত্তির উদ্ভব ঘটে।
এভাবে যে সকল সম্পত্তি শেষ মালিকের মৃত্যূর পর তার পিতা, ভাই, ভাই এর পুত্র এবং অন্যান্য পিতৃকূলীয় জাতিদের উপর বর্তায় তা সপ্রতিবন্ধ দায় হিসেবে পরিচিত।
অপ্রতিবন্ধ দায় (Unobstructed heritage)
যে সম্পত্তির মালিকানা স্বত্ব জন্মলাভের মাধ্যমে অর্জিত হয় তাকে অপ্রতিবন্ধ দায় বা প্রতিবন্ধকতাহীন সম্পত্তি বলা হয়। এরূপ সম্পত্তি উত্তরজীবী সূত্রে হস্তান্তরিত হয় এবং উক্ত সম্পত্তি উত্তরাধিকারের ক্ষেত্রে কোন বাধা-নিষেধ নেই।
মিতাক্ষরা বিধান মতে, পিতা বা পিতামহ বা প্রপিতামহ বা তদূর্ধ্ব কোন ব্যক্তির নিকট হতে প্রতিবন্ধকতাবিহীন অবস্থায় সম্পত্তি অর্জন করে। একইভাবে পুত্র, পৌত্র, প্রপৌত্র এবং এভাবে নিম্নগামী পুরুষ পর্যন্ত উত্তরাধিকারী সূত্রে প্রতিবন্ধকতাবিহীন সম্পত্তি বর্তায়।
সপ্রতিবন্ধ ও অপ্রতিবন্ধ দায়ের মধ্যে পার্থক্য
দায়ভাগ আইনে সপ্রতিবন্ধ ও অপ্রতিবন্ধ দায়ের মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু মিতাক্ষরা বিধান মতে এদের মধ্যে পার্থক্য বেশ গুরুত্বপূর্ণ।
দায়ভাগ মতে, পিতার মৃত্যূ না হলে তার সম্পত্তিতে পুত্রের কোন অধিকার অর্জিত হয় না। এ ক্ষেত্রে উত্তরজীবী স্বীকার করা হয় না। উত্তরাধিকার নীতি স্বীকৃত বলে সব সম্পত্তিই সপ্রতিবন্ধ দায় সম্পত্তি।
মিতাক্ষরা মতে, উত্তরজীবি নীতি স্বীকৃত বলে সব সম্পত্তি অপ্রতিবন্ধ দায় সম্পত্তি বলে বিবেচিত হয়। অতএব দেখা যায় যে, প্রতিবন্ধকহীন সম্পত্তি উত্তরজীবী সূত্রে বর্তায় এবং প্রতিবন্ধকতামূলক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে বর্তায়।
এভাবে যে সম্পত্তি শেষ মালিকের মৃত্যূর পর তার ভাই, ভাই এর ছেলে, পিতা এবং অন্যান্য পিতৃকূলীয় জ্ঞাতিদের উপর বর্তায় তাই হিন্দু আইনে প্রতিবন্ধকতামূলক সম্পত্তি। এ ধরণের ব্যক্তিগণ জন্মসূত্রেই স্বারথ অর্জন করে না। বরং তাদের অধিকার প্রথমবারের মত সম্পত্তির স্বত্বাধিকারীর মৃত্যূর পরই উদ্ভব হয়।
COMMENTS