মুসলিম আইন একটি পারিবারিক আইন, যা কেবল মুসলিম সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। এছাড়া দেশ ভেদে এই আইনের কিছুটা পরিবর্তনও লক্ষ্য করা যায়। সুতরাং বাং...
মুসলিম আইন একটি পারিবারিক আইন, যা কেবল মুসলিম সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। এছাড়া দেশ ভেদে এই আইনের কিছুটা পরিবর্তনও লক্ষ্য করা যায়। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম আইন সম্পর্কে ধারণা থাকা বাঞ্চনীয়।
বাংলাদেশের বিভিন্ন আইন কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহে সাধারণতঃ মুসলিম আইন সম্পর্কিত যে প্রশ্ন করা হয়ে থাকে, তা নিম্নে আলোচনা করা হলো।
Muslim Law Exam Questions
মুসলিম আইন পরীক্ষার প্রশ্নাবলী
বর্তমানে বাংলাদেশের আইন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সমূহে মূলতঃ ১২ টি বিষয়ের প্রশ্ন করা হয়ে থাকে। তা নিম্নরুপঃ
ইসলামী আইনতত্ত্ব ও মুসলিম আইন
- মুসলিম আইন কি?
- মুসলিম আইনের বৈশিষ্ট্যগুলো কি কি?
- মুসলিম আইনের বিভিন্ন উৎসগুলি কি কি?
বিবাহ
- মুসলিম আইনে বৈধ বিবাহের অপরিহার্য উপাদানগুলি কি কি?
- বাতিল ও ফাসিদ বিয়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
- বৈধ, ফাসিদ ও বাতিল বিয়ের আইনগত ফলাফল নির্ণয় কর।
- বিবাহ কি ও বিবাহের শর্তাবলী কি কি?
মোহরানা
- মুসলিম বিবাহ ও তালাকে মোহরানার গুরুত্ব ও প্রভাব আলোচনা কর।
- মুসলিম আইনে মোহরানা বলতে কি বুঝ?
- মোহরানা আদায়ের জন্য কোন আদালতে মামলা করা যায়?
তালাক
- মুসলিম আইনের বিধান মতে তালাক কত প্রকার?
- তালাকে তাউফিজ কি ব্যাখ্যা কর।
- কেন ইদ্দত পালিত হয়?
- বিবাহ নিবন্ধন না করলে কি শাস্তির ব্যবস্থা আছে?
- পারিবারিক আদালতের এখতিয়ারসমূহ কি?
অভিভাবকত্ব
- হিজানাত ও উলিয়াত বলতে কি বুঝায়?
- কেন এবং কি কি পরিস্থিতিতে মাতা শিশুর হিজানাত অধিকার হারায়?
- অভিভাবক ও রক্ষকের মধ্যে পার্থক্য দেখাও।
- মুসলিম আইনে কারা নাবালক সন্তানের অভিভাবক হওয়ার অধিকারী?
ভরণ-পোষণ
- মুসলিম আইনে কারা অন্য ব্যক্তির নিকট হতে ভরণ-পোষণ দাবি করতে পারে?
- নাফকা (ভরণ-পোষণ) কি?
- স্ত্রী কখন ভরণ-পোষণ পাবে এবং কখন পাবে না?
বৈধতা ও পিতৃত্ব
- মুসলিম আইনে বৈধতার স্বীকৃতি বলতে কি বুঝ?
- কিরূপে পিতৃত্ব নির্ধারিত হয়?
- জন্মের বৈধতার অনুমানের বিধিগুলি কি কি?
হিবা
- হিবা বা দান কাকে বলে?
- মুসলিম আইনে বৈধ দানের অনিবার্য উপাদানসমূহ কি কি?
- হেবা ও উইলের মধ্যে পার্থক্য দেখাও।
- কোন পরিস্থিতিতে হেবা প্রত্যাহার করা যায়।
- হেবা বিল এওয়াজ এবং হেবা বিল শর্ত-ইল- এওয়াজ এবং হেবা ও বিক্রয়ের মধ্যে পার্থক্য দেখাও।
- মারজুল মাওত কিভাবে সংঘটিত হয়?
উইল
- মুসলিম আইনে উইল সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
- উইল কিভাবে প্রত্যাহার করা হয়?
- বৈধ উইলের প্রয়োজনীয় উপাদানসমূহ কি কি?
ওয়াক্ফ
- ওয়াক্ফ কি ও কত প্রকার?
- মুসলিম আইনে মুতাওয়াল্লী বলতে কি বুঝায়?
- ওয়াক্ফ ও ট্রাস্ট্রের মধ্যে পার্থক্য দেখাও।
- ওয়াক্ফ কি প্রত্যাহার করা যায়?
শুফা বা অগ্রক্রয়
- অগ্রক্রয় (শুফা) কাকে বলে?
- মুসলিম আইনে কে অগ্রক্রয় দাবী করতে পারে?
- কিভাবে অগ্রক্রয়ের অধিকার বিনষ্ট হয়?
উত্তরাধিকার
- ইসলামী উত্তরাধিকারের সাধারণ নিয়মাবলী আলোচনা কর।
- কারা কখনই উত্তরিকার হতে বঞ্চিত হয় না?
- ওমরিয়াতান কি?
- রদ্দ ও আউল নীতি কি?
- হানাফী মুসলিম আইনে অংশীদার কারা?
- কি কি কারণে একজন ব্যক্তি উত্তরাধিকার হতে বঞ্চিত হয়?
- মৌলিক উত্তরাধিকারী কারা?
- সুন্নী উত্তরাধিকার আইনে স্বীকৃত অবশিষ্টভোগী (আসাবা) কারা?
COMMENTS