প্লিডিংস হলো- আর্জি বা বিবৃতি, যা প্রতিটি দেওয়ানী মামলার মেরুদণ্ড। কোন মামলায় প্লিডিংস না থাকলে সেই দেওয়ানী মামলা অস্তিত্বে আসবে না। দেওয়ানী...
প্লিডিংস হলো- আর্জি বা বিবৃতি, যা প্রতিটি দেওয়ানী মামলার মেরুদণ্ড। কোন মামলায় প্লিডিংস না থাকলে সেই দেওয়ানী মামলা অস্তিত্বে আসবে না। দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ ৬ রুল ১ এ প্লিডিংস এর সংজ্ঞায় Plaint বা Written Statements কে বুঝানো হয়েছে।
দেওয়ানী কার্যবিধিতে Plaint এর সংজ্ঞা না দেওয়া হলেও এটাকে বাদীর আর্জি হিসেবে ধরা হয়ে থাকে, যার দ্বারা দেওয়ানী মামলা রুজু হয়ে থাকে। অন্যদিকে, দেওয়ানী কার্যবিধির আদেশ ৮ এর রুল ১ এর সংজ্ঞানুযায়ী সমন জারির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আসামী কর্তৃক লিখিত বিবৃতিকে Written Statements বলে।
মোটকথা, বাদী কর্তৃক দাখিলকৃত নালিশের কারণ সম্বলিত আর্জি এবং বিবাদী কর্তৃক দাখিলকৃত তার প্রতিরক্ষার জন্য লিখিত বিবৃতিকে বা জবাবকে একত্রে প্লিডিংস বলে।
নিম্নে প্লিডিংস সংশোধনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
What does Amendment of Pleadings mean?
প্লিডিংস সংশোধন বলতে কি বুঝায়?
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ ৬ এর রুল ১৭ তে বলা হয়েছে-
“আদালত মামলার যে কোন পর্যায়ে বাদী ও বিবাদী উভয় পক্ষকে তার আর্জি পরিবর্তন বা এ জাতীয় পদ্ধতিতে এবং ন্যায়বিচারের শর্তে সংশোধন করার অনুমতি দিতে পারেন এবং পক্ষগুলির মধ্যে বিতর্কিত প্রকৃত বিষয়গুলি নির্ধারণের লক্ষ্যে এই জাতীয় সংশোধনীর দরকার হতে পারে”
এক কথায়, বিরোধপূর্ণ বিষয়ে বাদী ও বিবাদী উভয় পক্ষের দাখিলকৃত বক্তব্যে কখনও কখনও কিছু ভূল-ভ্রান্তি দেখা দেয় এবংএ সকল ভূল-ভ্রান্তি সংশোধন না করলে বাদী বা বিবাদী ফলপ্রসূ প্রতিকার লাভ করতে পারে না। তাই প্লিডিংস (আর্জি জবাব) সংশোধন করা একান্ত প্রয়োজন হয়, এরুপ সংশোধনীকে Amendment of Pleadings বা প্লিডিংস সংশোধন বলে।
প্লিডিংস সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলী কি কি?
প্লিডিংস সংশোধনীর ক্ষেত্রে আদালতকে কিছু বিষয় সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। এই সমস্ত বিষয় নিম্নরূপ:
- প্রস্তাবিত সংশোধনটি প্রকৃত বিরোধ নির্ণয়ে আবশ্যক;
- সংশোধনটি অপর পক্ষের ক্ষতির কারণ হবে না;
- সংশোধনীর দ্বারা বিবাদী পক্ষের অনুকূলে জন্মানো কোন আইনগত অধিকার নষ্ট হবে না;
- সংশোধনীর দ্বারা মামলার প্রকৃতি ও চরিত্র পরিবর্তিত হবে না;
- সংশোধনের ফলে নতুন ও অসামজ্ঞস্যপূর্ণ মামলার অবতারণা হবে না; এবং
- সংশোধনটি সরল বিশ্বাসে বিলম্ব না ঘটানোর উদ্দেশ্যে আনা হয়েছে।
উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে আদালত স্বপ্রণোদিত হয়ে বা যে কোন পক্ষের আবেদনের ভিত্তিতে প্লিডিংস (আর্জি জবাব) সংশোধনের আদেশ দিতে পারেন।
বিচারিক আদালত কর্তৃক রায় ঘোষণার পর কি প্লিডিংস (Pleadings) সংশোধন করা যায়?
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ ৬ এর রুল ১৭ তে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মামলার যে কোন পর্যায়ে আদালত কোন পক্ষকে আর্জি জবাবের ন্যায় সঙ্গত সংশোধনের অনুমতি দিতে পারেন। ফলে, বিচারিক আদালতের রায়ের পর সংক্ষুদ্ধ পক্ষ আপীল আদালতেও আর্জি ও জবাব সংশোধন করতে পারবে।
আরেও উল্লেখ্য যে, এ ব্যাপারে আদালতে নজির রয়েছে। যেমন, Golam Hafez Mia Vs. Khadem Ali Meah [29 DLR (SC) 311] মামলায় বলা হয়েছে যে, বিচারিক আদালত রায় ঘোষনার পর প্লিডিংস সংশোধন করতে পারবেন। মামলার যে কোন পর্যায়ে প্লিডিংস সংশোধনের দরখাস্ত মঞ্জুর করা যেতে পারে যদি তা অন্য পক্ষের কোন কোন ক্ষতির কারণ না হয়ে থাকে।
এছাড়া, প্লিডিংস সংশোধনের দরখাস্ত বিচারের পূর্বে, বিচারের সময়ে অথবা বিচারের পরে অথবা আপীলে অথবা রিভিশনে (Kajal Das Vs. Monowara, 6 BLC 414, Guru Mia Vs. Shamsul Islam, 9 MLR, 337), অথবা আপীলেট ডিভিশনে এমনকি জারী কার্যক্রমের ক্ষেত্রেও সংশোধন করা যায়।
বাটোয়ারা মামলার ক্ষেত্রে চুড়ান্ত ডিক্রি না হওয়া পর্যন্ত বটোয়ারার একটি মামলা বিচারাধীন থাকে এবং Hanif Ali (Md) Vs. Hajera Khatun and others [55 DLR (2003) 17] মামলায় এই সিন্ধান্ত হয় যে, প্রিলিমিনারী ডিক্রী হওয়ার পরেও আর্জি সংশোধন করা যায়। কাজেই এটা নির্দ্বিধায় বলা যায় যে, বিচারিক আদালত রায় ঘোষনার পরেও প্লিডিংস সংশোধন করতে পারেন।
COMMENTS