সরকারি হিসেব মতে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১১ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করে মারা যায়। আত্মহত্যাকারীদের অধিকাংশই অল্পবয়সী এবং নারী। ইসলাম...
সরকারি হিসেব মতে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১১ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করে মারা যায়। আত্মহত্যাকারীদের অধিকাংশই অল্পবয়সী এবং নারী। ইসলাম ধর্মে আত্মহত্যা করা মহাপাপ (কাবিরা গোনাহ)। তবে বাংলাদেশে প্রচলিত দন্ডবিধি, ১৮৬০ অনুসারে, আত্মহত্যা করা অপরাধ নয়; বরং আত্মহত্যার প্রচেষ্টা চালানো অপরাধ, এমনকি কাউকে আত্মহত্যায় প্ররোচিত করাও গুরুতর অপরাধ।
নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Abetment to suicide and its punishment
আত্মহত্যায় প্ররোচনা এবং তার শাস্তি
আত্মহত্যায় প্ররোচনা বলতে কোন ব্যক্তিকে নেতিবাচকভাবে ও মানসিকভাবে আকার ইঙ্গিত বা কোন কাজের মাধ্যমে অনবরত ‘Taunting’ বা বিদ্রুপ করাকে বুঝায়। উদাহরণ স্বরুপ, কোন মানসিক রোগীকে “তুমি পরিবারের বোঝা” এতটুকু বলাই আত্মহত্যায় প্ররোচনাদায়ক।
আমরা প্রায় একে অপরকে আত্মহত্যায় প্ররোচনাদায়ক কথা বলতে শুনি। যেমন, তোর নদীতে ডুবে মরা উচিত, তুমি মরলে শান্তি পাবো। আবার তুই একটা কলঙ্ক, তুই একটা অভিশাপ, তোর বেঁচে থাকা আর না থাকা সমান, ইত্যাদি।
বাংলাদেশে প্রচলিত দন্ডবিধির ১০৭ ধারায় আত্মহত্যায় প্ররোচনাকে সংজ্ঞায়িত করা হয়েছে। ১০৭ ধারানুসারে, একজন ব্যক্তি আত্মহত্যায় প্ররোচনার দায়ে অভিযুক্ত হবে যখন;
- সে কাউকে আত্মহত্যা করতে প্ররোচিত করে; অথবা
- সে একজন ব্যক্তিকে আত্মহত্যা করার ষড়যন্ত্রের অংশ হয়; অথবা
- সে ইচ্ছাকৃতভাবে একটি কাজ করে ভিকটিমকে আত্মহত্যা করতে সহায়তা করে অথবা এমন কিছু না করে যা সে করতে বাধ্য ছিল।
আত্মহত্যায় প্ররোচনার শাস্তি
বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধি, ১৮৬০ এর ৩০৬ ধারানুসারে, আত্মহত্যায় প্ররোচনা ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং জরিমানাযোগ্য অপরাধ। কেউ যদি আত্মহত্যা করতে গিয়ে ঘটনাক্রমে বেঁচে যায়, তবে নিজেকে ধ্বংস করার চেষ্টার অপরাধে তাকে এক বছরের জন্য কারাগারে যেতে হতে পারে।
অন্যদিকে, দন্ডবিধির ৩০৯ ধারা অনুসারে, যদি কেউ আত্মহত্যার উদ্যোগ নেয় এবং অনুরূপ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কোন কাজ করে, তবে সে ব্যক্তি ১ বছর পর্যন্ত কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবে। আত্মহত্যায় প্ররোচিত করা একটি অ-জামিনযোগ্য অপরাধ (Non-bailable offense)।
এছাড়া, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০৩ এর ৯(ক) এর ধারা মোতাবেক, কোন নারীর অসম্মতিতে বা ইচ্ছার বিরুদ্ধে কোন ব্যক্তির ইচ্ছাকৃত কোন কাজ দ্বারা সম্ভ্রমহানি হওয়ার প্রত্যক্ষ কারণে কোন নারী আত্মহত্যা করলে, তা আত্মহত্যায় প্ররোচনার অপরাধ হবে। এ ক্ষেত্রে, তার অনধিক ১০ বছর বা অন্যূন ৫ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হবে।
COMMENTS