ধরা যাক, একটি মামলার বাদী আপনার মক্কেল। তিনি আপনাকে পরামর্শ দেন যে, রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোকের আদেশ হওয়া দরকার। আপনার মক্কেল তার ...
ধরা যাক, একটি মামলার বাদী আপনার মক্কেল। তিনি আপনাকে পরামর্শ দেন যে, রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোকের আদেশ হওয়া দরকার। আপনার মক্কেল তার পরামর্শের সমর্থনে যুক্তি প্রদর্শন করে। আপনিও কি মনে করেন যে, ক্রোক আদেশের জন্য আবেদন করা যায়?
নিম্নে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।
What is Attachment before Judgement?
রায়ের পূর্বে ক্রোক আদেশ কি?
দেওয়ানী মামলা একজন ব্যক্তির বিরুদ্ধে তখনই করা হয়, যখন সে বাদীর সাথে কোন অন্যায় কাজ করে বা ক্ষতি করে। সাধারণত, যে ব্যক্তির কর্মের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছিল তাকে ক্ষতিপূরণ দিতে হয়। কেননা, দেওয়ানী মামলা দায়ের করার উদ্দেশ্য ফৌজদারী মামলার মত দোষীকে শাস্তি দেয়া নয়; বরং সংক্ষুব্ধ ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া। প্রতিটি দেওয়ানী মামলার তিনটি স্তর আছে। যথাঃ
- মামলা দায়ের (Institution of a suit);
- রায় ঘোষণা (Adjudication of a suit); এবং
- ডিক্রী প্রদান করা (Implementation of a suit)।
উপরোক্ত তিনটি স্তরের দ্বিতীয় স্তর অর্থাৎ রায় ঘোষণার পূর্বে যদি বিবাদী এটা বুঝতে পারে যে, রায় তার বিপক্ষে যাচ্ছে, তখন সে চালাকি করে ডিক্রী জারিতে বাধা বা বিলম্ব করার চেষ্টা করে থাকে।
সুতরাং যদি বাদী, বিবাদীর মধ্যে এরুপ ছল-চাতুরীর বিষয়ে জানতে পারেন, তবে দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ৩৮ আদেশ এর বিধি ৫ মোতাবেক রায়ের পূর্বে ক্রোক আদেশের জন্য আদালতে আবেদন করতে পারে।
রায়ের পূর্বে ক্রোকের পূর্বশর্ত ও প্রয়োগ বিধি
রায়ের পূর্বে ক্রোকের প্রধান উদ্দেশ্য হলো ডিক্রীদারের ডিক্রী প্রাপ্তির উদ্দেশ্য যাতে ব্যহত না হয় সে জন্য কতিপয় পদক্ষেপ নিশ্চিত করা ।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ ৩৮ বিধি ৫-১৩ রায়ের পূর্বে ক্রোক বিষয়ে আইনগত পদ্ধতি বিবৃত করেছে। কিন্তু রায়ের পূর্বে ক্রোক আদেশ পেতে হলে বাদীকে আদালতের সন্তুষ্টির জন্য নিম্নলিখিত বিষয় দেখাতে হবেঃ
- বিবাদী সমূদয় বা আংশিক নালিশি সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করতে চায়;
- আদালতের এখতিয়ারাধীন অধিক্ষেত্র থেকে বিবাদী সমূদয় বা আংশিক সম্পত্তি সরাতে ইচ্ছুক; এবং
- বিবাদী জারী কার্যে বাধা প্রদান বা জারী কার্যের বিলম্ব সৃষ্টির উদ্দেশ্যে অনুরূপ কিছু করার জন্য ইচ্ছুক।
এছাড়া, বাদী তার দরখাস্তে সুনির্দিষ্টভাবে ক্রোক প্রত্যাশী সম্পত্তি নির্ধারণ করবে। রায়ের পূর্বে ক্রোকের আবেদনটি এফিডেভিট দ্বারা সমর্থিত হতে হবে। দেওয়ানী কার্যবিধির আদেশ ১৯ বিধি ১ এ হলফনামা (Affidavit) করার পদ্ধতি বলা আছে ।
COMMENTS