মোটা অঙ্কের বা বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে ‘সেট অফ’এবং ‘কাউন্টার ক্লেইম’ শব্দ দু’টি বহুল আলোচিত ও পরিচিত। তবে শব্দ দুটির ব্যাখ্যা অনেকেই বুঝত...
মোটা অঙ্কের বা বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে ‘সেট অফ’এবং ‘কাউন্টার ক্লেইম’ শব্দ দু’টি বহুল আলোচিত ও পরিচিত। তবে শব্দ দুটির ব্যাখ্যা অনেকেই বুঝতে পারেন না।
‘সেট অফ’ মূলতঃ দাবী সমন্বয়ের বিধান। অন্যদিকে, মানিস্যুটের মামলায় বাদীর থেকে যদি বিবাদী বেশি অর্থ পেয়ে থাকেন তাকে ‘কাউন্টার ক্লেইম’ বলে।
নিম্নে সেট-অফ বা ওজেবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
What is set-off in law?
সেট-অফ বা ওজেবাদ কি?
১৯০৮ সালে প্রণীত দেওয়ানী কার্যবিধিতে সেট-অফ এর বিধান থাকলেও মজার বিষয় হলো এটির কোন সংজ্ঞা প্রদান করা হয় নি। তবে সেট অফ বলতে কোন দাবীর বিরুদ্ধে উত্থাপিত আরেকটি দাবীকে বুঝায়, যা মূল দাবীদারের বিরুদ্ধে দাঁড় করানো হয়। এটাকে আরবীতে ‘ওজেবাদ’ বলা হয়।
দেওয়ানী কার্যবিধির আদেশ ৮ এর ৬ বিধিতে সেট-অফ সম্পর্কে বলা হয়েছে যে,
“টাকা পরিশোধের দাবীতে দায়েরকৃত কোন মামলায় যদি বাদীর নিকট হতে বিবাদীর আইনগত প্রাপ্য টাকা দিয়ে তার বিরুদ্ধে বাদীর দাবীকৃত টাকা পরিশোধ করতে চায় এবং যদি উক্ত টাকার পরিমাণ নির্ধারিত থাকে এবং তা আদালতের এখতিয়ারের উর্দ্ধে না হয় এবং উভয় পক্ষের মোকদ্দমার প্রকৃতি যদি একই হয়, তাহলে বিবাদী মামলার প্রথম শুনানীর দিনে যে পরিমাণ টাকা সে দাবী করছে তার বিবরণসহ একটি লিখিত জবাব আদালতে দাখিল করবে।”
উদাহরণঃ
ধরা যাক, ‘রহিম’, ‘করিম’ এর বিরুদ্ধে ১ লক্ষ টাকা পাব মর্মে (Money suit) মামলা দায়ের করলে ‘করিম’, রহিমের বিরুদ্ধে ৫০ হাজার টাকা পেত দাবি করে জবাব দেয়।
এক্ষেত্রে, আদালত বিবাদীর দাবীর সত্যতা পেলে উভয় পক্ষের পাওনা টাকার মধ্যে একটি সমন্বয় করে রায় প্রদান করে থাকেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সেট-অফের দাবী তুলতে দু’টি শ
সেট-অফ বা দাবী সমন্বয়ের শর্ত
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর আদেশ ৮ এর বিধি ৬ অনুযায়ী দাবী সমন্বয় এর ক্ষেত্রে নিম্মলিখিত শর্তগুলো পূরণ করতে হবেঃ
- বাদীর মোকদ্দমাটি অবশ্যই Money suit বা অর্থ আদায়ের মোকদ্দমা হতে হবে;
- বিবাদী কর্তৃক বাদীর নিকট থেকে যে প্রাপ্য চাওয়া হচ্ছে তা অবশ্যই নির্ধারিত হতে হবে;
- বিবাদী কর্তৃক বাদীর কাছ থেকে যে অর্থ দাবী করা হচ্ছে তা অবশ্যই আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে;
- সেট-অফ এর দাবী অবশ্যই বিবাদী কর্তৃক বাদী অথবা বাদীগণের নিকট থেকে আদায়যোগ্য হতে হবে;
- বিবাদীর দাবীটি অবশ্যই আদালতের এখতিয়ারের মধ্যে থাকতে হবে;
- উভয় পক্ষের দাবীর প্রকৃতি একই রকম হতে হবে; এবং
- বিবাদী কর্তৃক সেট-অফ এর দাবীটি অবশ্যই মামলার প্রথম শুনানীর দিনেই পেশ/উপস্থাপন করতে হবে। তবে পরবর্তী কোন সময়ে আদালতের সম্মতি সাপেক্ষে পেশ করা যাবে।
COMMENTS